ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

প্রিমিয়ার হকি লিগে জয় পেয়েছে ওয়ারী-সোনালী ব্যাংক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মে ২৮, ২০১৮
প্রিমিয়ার হকি লিগে জয় পেয়েছে ওয়ারী-সোনালী ব্যাংক ওয়ারী-সাধারণ বীমা- ছবি: শোয়েব মিথুন

ঢাকা:  প্রিমিয়ার বিভাগ হকি লিগে জয় পেয়েছে ওয়ারী ও সোনালী ব্যাংক। দিনের প্রথম খেলায় সাধারণ বীমাকে ৪-৩ গোলে বাংলাদেশ ওয়ারী ক্লাব এবং দ্বিতীয় খেলায় ওয়ান্ডারার্সকে ১৩-১ গোলে হারিয়েছে সোনালী ব্যাংক।

সোমবার (২৮ মে) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে মুখোমুখি হয় ওয়ারী-সাধারণ বীমা। ম্যাচের ১১ মিনিটে প্রথম গোলের দেখা পান সাধারণ বীমার আব্দুল্লাহ আল মনসুর।

১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করেন ওয়ারীর মুকিতুল ইসলাম।  

৩২ মিনিটে গোল করে ওয়ারীকে এগিয়ে দেন সমীর রায়। ৩৭ মিনিটে আরও একটি গোল করেন সমীর। তবে এক মিনিট পরেই গোল করে ব্যবধান কমিয়ে ফেলেন সাধারণ বীমার জাহিদ বিন তালিব।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি স্ট্রোক থেকে প্রথম গোলের দেখা পান সাধারণ বীমার যোগা সিং (৬১মি)। ৩-৩ গোলের সমতার ইতি টেনে ৬৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ওয়ারীর ৪-৩ গোলে জয় নিশ্চিত করেন অভয় এক্কা।

দিনের অপর খেলায় মুখোমুখি হয় সোনালী ব্যাংক-ওয়ান্ডারার্স। ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোল করেন সোনালী ব্যাংকের রাজীব দাস। ওয়ান্ডারার্সকে এদিন গোলবন্যায় ভাসিয়ে দেয় সোনালী ব্যাংক। মোট ১৩ বার ওয়ান্ডারার্সের জালে বল পাঠান সোনালী ব্যাংকের খেলোয়াড়েরা।  

সোনালী ব্যাংকের রাজীব দাস একাই করেন ৫ গোল। দ্বীন ইসলাম করেন ৪ গোল। ৩ গোল করেন প্রসেনজিৎ রায়। বাকি ১ গোল করেন ফজলে হোসেন। ওয়ান্ডারার্সের সান্ত্বনার গোলটি আসে ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে। গোলটি করেন প্রশান্ত রায়। নির্ধারিত সময় শেষে ১৩-১ ব্যবধানে জিতে সোনালী ব্যাংক।

আগামীকাল (২৯ মে) দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ এসসি-পুলিশ ক্লাব। দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে মেরিনার ইয়াংস ক্লাব-আবাহনী লি:।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ২৮ মে, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।