ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

হকি লিগে জয় পেলো বাংলাদেশ এসসি-মেরিনার ইয়াংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ২৯, ২০১৮
হকি লিগে জয় পেলো বাংলাদেশ এসসি-মেরিনার ইয়াংস ছবিঃ প্রিমিয়ার লিগ হকি

ঢাকা:  প্রিমিয়ার বিভাগ হকি লিগে জয় পেয়েছে বাংলাদেশ এসসি ও মেরিনার ইয়াংস। দিনের প্রথম খেলায় পুলিশ হকি ক্লাবকে ৯-১ গোলে, দ্বিতীয় খেলায় আবাহনীকে ৫-১ গোলে হারিয়েছে মেরিনার ইয়াংস।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ এসসি ও পুলিশ হকি ক্লাব। ম্যাচে ৯-১ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ এসসি।

বাংলাদেশ এসসির হয়ে ৪ গোল করেন সজীব হোসেন, ২ গোল করেন গুরজিৎ সিং, ১টি করে গোল করেন রবিন্দর সিং, যোগিন্দর সিং ও রুবেল হোসেন। পুলিশ হকি ক্লাবের হয়ে শান্তনাসূচক গোলটি করেন জামিল বিন তালিব।

দিনের দ্বিতীয় ম্যাচে মেরিনার ইয়াংসের মুখোমুখি হয় আবাহনী। ম্যাচে ৫-১ গোলে পরাজয় বরণ করে আবাহনী। মেরিনার ইয়াংসের হয়ে ২ গোল করেছেন মইনুল ইসলাম কৌশিক, ১টি করে গোল করেছেন মোহাম্মদ জুলহাইরি, পুস্কর খীসা মিমো ও নাইম উদ্দিন। আবাহনীর হয়ে একমাত্র গোল করেন বালজিৎ সিং।

 বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ২৯ মে, ২০১৮
এইচএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।