ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মোহামেডানকে হারিয়ে প্রতিশোধ নিলো আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ৪, ২০১৮
মোহামেডানকে হারিয়ে প্রতিশোধ নিলো আবাহনী আবাহনী-মোহামেডান হকি ম্যাচ- ছবিঃ শোয়েব মিথুন

আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ফলে শোধ-প্রতিশোধ শব্দগুলো এই দুই দলের ম্যাচের সাথেই যায়। আজ যেমন প্রিমিয়ার লিগ হকিতে আগের হারের প্রতিশোধ নিলো আবাহনী। গত ২১ মে মোহামেডানের কাছে ২-১ গোলের ব্যবধানের পরাজিত হয়েছিলো আবাহনী। একই দলের বিপক্ষে আজ ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে দলটি। অন্য ম্যাচে এ্যাজাক্সকে ৯-১ গোলের ব্যবধানে হারিয়েছে মেরিনার ইয়াংস।

সোমবার (৪ জুন)  মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে দিনের দ্বিতীয় ম্যাচের মাত্র দুই মিনিটেই প্রথম গোলের দেখা পায় আবাহনী লিমিটেড। গোল করেন আবাহনীর তাজউদ্দিন আহমেদ।

ম্যাচের নয় মিনিটে গোল শোধ করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের গুরজিন্দর সিং। তবে বিশ মিনিটে রোমান সরকারের গোলে আবারও এগিয়ে যায় আবাহনী। ৩৮ মিনিটে আবারও গোল শোধ করেন গুরজিন্দর সিং।  ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আবাহনীর জয় নিশ্চিত করেন রোমান সরকার।  ৩-২ গোলে ম্যাচ জিতে যায় আবাহনী।

দিনের অপর ম্যাচে এ্যাজাক্সের বিপক্ষে ৯-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে মেরিনার ইয়াংস। ম্যাচে মেরিনারের পক্ষে তিন গোল করেছেন হাসান যুবায়ের নিলয়। ১টি করে গোল পেয়েছেন মহসিন আহমেদ, মইনুল ইসলাম কৌশিক, পরমপ্রিত সিং, পুস্কত খীসা মিমো, নাইম উদ্দিন ও আজিজুল ইসলাম। এ্যাজাক্সের হয়ে একমাত্র গোলটি করেছেন হৃদয় আনাস।

মঙ্গলবার (৫ জুন) দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে মোহামেডান এসসি-সোনালী ব্যাংক এবং দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে মেরিনার ইয়াংস-আবাহনী লিঃ।

বাংলাদেশ সময়ঃ ২১৩০ ঘন্টা, জুন০৪, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।