ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড কোহলির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড কোহলির বিরাট কোহলি

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দুই হাজার রান সংগ্রহের রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। একইসঙ্গে প্রথম ভারতীয় হিসেবে দুই হাজার রানের মাইলফলক মাড়ালেন তিনি।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই এ রেকর্ড গড়লেন কোহলি। রেকর্ড গড়ার পথে তিনি খেলেছেন মাত্র ৫৬ ইনিংস।

যেখানে নিউজিল্যান্ডের ব্রান্ডন ম্যাককালামের এই মাইলফলক ছুঁতে লাগে ৬৬ ম্যাচ। রান সংগ্রহের তালিকায় কোহলির অবস্থান এখন চতুর্থ। তার আগে আছেন কেবল মার্টিন গাপটিল, শোয়েব মালিক ও ম্যাককালাম।  

কোহলির ঠিক পেছনে রয়েছেন ভারতীয় আরেক তারকা ওপেনার রোহিত শর্মা। দুই হাজার রান পেতে তার দরকার মোটে ১৯ রান। তিনি ম্যাচ খেলেচেন ৮২টি।

টি-টোয়েন্টিতে ভারত অধিনায়কের নামের পাশে রয়েছে ১৮টি ফিফটি। ৪৯ গড়ে ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে কোহলির স্ট্রাইক রেট ১৩৬। এ ফরম্যাটের র‌্যাংকিংয়ে কোহলি আছেন ৮ এ।

লোকেশ রাহুলের সেঞ্চুরি ও কেদার যাদবের বোলিং তোপে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে কোহলিরা।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।