ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বসুন্ধরা গ্রুপের সহায়তায় নির্ভার স্পেশাল অলিম্পিকস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
বসুন্ধরা গ্রুপের সহায়তায় নির্ভার স্পেশাল অলিম্পিকস চেক তুলে দিচ্ছেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর/ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: বসুন্ধরা গ্রুপের সহায়তায় মেঘমুক্ত হলো স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের আকাশ। তারা এখন নির্বিঘ্নে অংশ নিতে পারবেন শিকাগো ইউনিফায়েড ওয়ার্ল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায়।

সাফল্যের ধারাবাহিকতায় স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ শিকাগোর টিকিট পেলেও আর্থিক সংকটের কারণে অংশ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তখন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দ্বারস্থ হন।



তাদের এ অনুরোধে দ্রুতই সাড়া দেয় বসুন্ধরা গ্রুপ। বৃহস্পতিবার (১২ জুলাই) স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ’র পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ দাওলার হাতে ত্রিশ লাখ টাকার চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার-১ এ চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিট্যালরে সিইও এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।

বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের নিয়ে গঠিত স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ সাফল্য রয়েছে পিলে চমকানোর মতো। এ টিমের সদস্য ১৯৯৫ সালে ইউএসএ’র নিউ হ্যাভেনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে ৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করে। পরের বছর চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক গেমসে ৬টি স্বর্ণসহ ১৬টি পদক ছিনিয়ে আনে।

২০০৭ সালে সাংহাইয়ে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকসে ৩২টি স্বর্ণসহ ৭১টি পদক, ২০১১ সালে এথেন্সে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস্ ওয়ার্ল্ড গেমসে ৩৫টি স্বর্ণসহ ৫৮টি পদক, ২০১৩ সালে অস্ট্রেলিয়ার নিউক্যাসেলে এশিয়া প্যাসিফিক গেমসে ৩৫টি স্বর্ণসহ ৫৬টি পদকসহ প্রত্যেকটি আয়োজনে থেকেই ঝুড়ি ভর্তি করে বীরের বেশে দেশে ফিরেছে তারা।

এছাড়া জাতীয় ফুটবল দল যখন হতাশায় ডোবাচ্ছে তখন এ টিমের সদস্যরা ৯টি আন্তর্জাতিক আসরে চ্যাম্পিয়ন ও ৩টি আসরে রানার্সআপ হয়ে দেশের মুখ উজ্জল করেছে। স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ ফুটবল দল আবুধাবীতে অনুষ্ঠিত মীনা ২০১৮ গেমসে প্রথম ডিভিশনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্পেশাল অলিম্পিকস্ ইউনিফায়েড ওয়ার্ল্ড কাপ ফুটবলের টিকিট নিশ্চিত করে। ১৬টি ইউনিফায়েড ফুটবল দল ১৭ জুলাই পর্যন্ত শিকাগোতে ইউনিফায়েড ওয়ার্ল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে।

আর্থিক সংকটের কারণে দলটির আমেরিকা যাত্রায় সংশয়ের মেঘ জমেছিল। অনিশ্চিত হয়ে পড়েছিল অংশ নেওয়ার বিষয়ে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় তাদের আকাশ মেঘমুক্ত হলো। বসুন্ধরা গ্রুপের এ সহয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এসআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।