ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
শুরু হচ্ছে জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভা কক্ষে সামার অ্যাথলেটিকস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত ঢাকা সিটি এফসি লি: ১৪তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০১৮ আগামী ২৭ ও ২৮ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই বিকেল ৪টায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

প্রতিযোগিতার দ্বিতীয় দিন ২৮ জুলাই বিকেল ৬টায় আনুষ্ঠানিক সমাপনী হবে।

এ নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভা কক্ষে সামার অ্যাথলেটিকস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর প্রকিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে ৬৪টি জেলা, ৮টি বিভাগ, বিশ্ববিদ্যালয়, সকল শির্ক্ষাবোর্ড, সকল সরকারী শারিরীক শিক্ষা কলেজ, বিজেএসসি, বিকেএসপি ও সকল অ্যাফিলিয়েটেড বাহিনীসহ বিভিন্ন সংস্থার প্রায় ৫০০ জন (পুরুষ ও নারী) অ্যাথলেট ও ১২০ জন কর্মকর্তা অংশগ্রহন করবেন।

দুই দিনব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ ও নারী ২টি গ্রুপে ৩৬টি ইভেন্টে লড়বে। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও নারীদের ১৪টি ইভেন্ট।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।