ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

কোরিয়ার কাছে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
কোরিয়ার কাছে বাংলাদেশের হার বাংলাদেশ হকি দল। ফাইল ছবিঃ শোয়েব মিথুন/বাংলানিউজ

আগামী মাসে ইন্দোনেশিয়া বসবে এশিয়ান গেমসের আসর। এ আসরকে সামনে রেখেই কোরিয়ায় চলছে প্রস্তুতিমূলক টুর্নামেন্টে। এ প্রস্তুতি ম্যাচেই কোরিয়ানদের কাছে ৩-২ গোলে হারে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথম ম্যাচে কোরিয়া হকি দলের মুখোমুখি হয় বাংলাদেশ। চার কোয়ার্টারে মোট ৬০মিনিট অনুষ্ঠিত হয় ম্যাচটি।

প্রথম কোয়ার্টার গোলশূন্য ড্র হয়।

তবে দ্বিতীয় কোয়ার্টারে কোরিয়া পেনাল্টি কর্নারে দু’টি গোল করে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের পক্ষে মিলন হোসেন প্রথমেই একটি গোল পরিশোধ করেন এবং ১১ মিনিটে কোরিয়া পুনরায় আরও একটি গোল করলে কোরিয়া ৩-১ গোলে এগিয়ে যায়।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে রাসেল মাহমুল জিমি একটি ফিল্ড গোল করলে ৩-২ গোলের ব্যবধানে শেষ হয় ম্যাচটি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮

এমকেএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।