ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদেশের হার বাংলাদেশ হকি দল। ফাইল ছবিঃ সংগৃহীত

এশিয়ান গেমসের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ হকি দল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৫-২ গোলে হেরেছে জিমিরা।

এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় আছে বাংলাদেশ হকি দল। এরই মধ্যে স্বাগতিকদের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবারের প্রথম ম্যাচে ২-৩ গোলে ও শুক্রবার দ্বিতীয় ৫-২ গোলের ব্যবধানে হারে গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা।

ম্যাচে প্রথম কোয়ার্টারে প্রতিপক্ষকে বেঁধে রাখলে দ্বিতীয় কোয়ার্টারে ৩ গোল হজম করতে হয় বাংলাদেশকে। মাত্র ৭ মিনিটের ব্যবধানেই এই তিন গোল খেয়ে বসে জিমি-চয়নরা।

 

যদিও তৃতীয় কোয়ার্টারে মিলন হোসেনের গোলে তাতে ব্যবধান কমে। কিন্তু চতুর্থ কোয়ার্টারে কোরিয়া আরও দুই গোল। আর বাংলাদেশ ফেরত দিতে পারে একটি গোল। যেটি আসে রাসেল মাহমুদ জিমির স্ট্রিক থেকে। ফলে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

চলতি বছরের আগস্টে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের ১৮তম আসর বসবে। আর এই আসরের প্রস্তুতি হিসেবেই দক্ষিণ কোরিয়ায় আছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।