ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জহির-সোহাগী সামার অ্যাথলেটিক্সে ২০০ মিটারে সেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
জহির-সোহাগী সামার অ্যাথলেটিক্সে ২০০ মিটারে সেরা জহির-সোহাগী সামার অ্যাথলেটিক্সে ২০০ মিটারে সেরা-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় সামার অ্যাথলেটিক্সে প্রথমবারের দলীয়ভাবে সেরা হলো বাংলাদেশ নৌবাহিনী। ১৪তম এই আসরে ১৩টি স্বর্ণ, ১৫টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জসহ মোট ৩৯টি পদক নিয়ে তারা শীর্ষে অবস্থান করে। যেখানে ১১টি স্বর্ণ, ১৪টি রৌপ্য এবং ১৩টি ব্রোঞ্জসহ মোট ৩৮টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শনিবার (২৮ জুলাই) প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনে ছেলেদের ২০০ মিটারে ২১ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জহির রায়হান। তিনি সেনাবাহিনীর শরীফুল ইসলামকে হারিয়ে স্বর্ণ জেতেন।

শরীফুল দৌড় শেষ করেন ২২ দশমিক ২০ সেকেন্ডে।

তবে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয় মেয়েদের ২০০ মিটারে। শিরিন আক্তার ও সোহাগী আক্তারের লড়াইয়ে শেষ পর্যন্ত সেরা হন সোহাগী। দু’দজনই সেনাবাহিনীর। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম৪০০, ৮০০, ১৫০০ এবং ৩০০০ মিটারে জিতে এই আসরে সেরা অ্যাথলেট হয়েছেন সেনাবাহিনীর সুমী আক্তার।

৪১ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীকে ছেলেদের ১০০ মিটার রিলেতে মেজবাহ-রউফ-শাহ ইমরান-এম ইসমাইল স্বর্ণ এনে দেন । অন্যদিকে মেয়েদের ১০০ মিটার রিলেতে এই নৌবাহিনীর মেয়েরা ৪৮ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন। শিরিন-সোহাগী-তামান্না-আইরিন ছিলেন এই ট্র্যাকে। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএদিকে ছেলেদের পোল ভল্টে সেনাবহিনীর রাকিব প্রধান (৩ দশমিক ৯০ মিটার), মেয়েদের ৩০০০ মিটারে একই দলের সুমী (১১ দশমিক ৪০ মিনিট), মেয়েদের জ্যাভলিন থ্রোয়ে সেনাবাহিনীর পাপিয়া আক্তার (৩৮ দশমিক ৮৫ মিটার), ছেলেদের শটপুটে নৌবাহিনীর এম ইব্রাহিম (১৪ দশমিক ২১ মিটার), ৫০০০ মিটারে বিজেএমসির মোহাম্মদ ইলাহী (১৭ মিনিট ৫১ দশমিক ৫৮ সেকেন্ড) সেরা হয়েছেন।

২ মিনিট ৩১ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ৮০০ মিটারে সেনাবাহিনীর সুমী আক্তার আর ছেলেদের ৮০০ মিটারে নৌবাহিনীর রকিবুল হাসান বাকী ১ মিনিট ৫৫ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম১৫০০ মিটারে নৌবাহিনীর রাকিবুল ইসলাম (৪ মিনিট ১১ দশমিক ৪০ সেকেন্ড), মেয়েদের ১৫০০ মিটারে সেনাবাহিনীর সুমী আক্তার (৫ ঘণ্টা ১৯ দশমিক ৭০ মিনিট) সেরা হয়েছেন। যেখানে ছেলেদের ম্যারাথনে সেনাবাহিনীর মো. নুরুজ্জামান (২ ঘণ্টা ৫০ দশমিক ১০ মিনিট) সেরা হয়েছেন।

১৫ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে নৌবাহিনীর তামান্না আক্তার জিতেছেন। ৪০০ মিটারে সেনাবাহিনীর সুমী আক্তার (৫৭ দশমিক ৯০ সেকেন্ড), ছেলেদের ৪০০ মিটারে বিকেএসপির জহির (৪৮ দশমিক ১০ সেকেন্ড), ১১০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর মির্জা হাসান (১৪ দশমিক ৯০ সেকেন্ড) সেরা হন। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমছেলেদের হাইজাম্পে নৌবাহিনীর মাহফুজুর রহমান (২ দশমিক ০৭ মিটার) প্রথম হয়ে স্বর্ণ জেতেন। আর ছেলেদের ট্রিপল জাম্পে সেনাবাহিনীর আল আমিন (১৪ দশমিক ৫২ মিটার),  মেয়েদের শটপুটে বাংলাদেশ আনসার ও ভিডিপির শ্রাবণী মল্লিক (১১ দশমিক ৫৮ মিটার)। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমবাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।