ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

অবশেষে রুখে দাঁড়ালো বাংলাদেশ হকি দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
অবশেষে রুখে দাঁড়ালো বাংলাদেশ হকি দল বাংলাদেশ হকি দল। ফাইল ছবিঃ সংগৃহীত

এশিয়ান গেমসের পাঁচ ম্যাচের প্রস্তুতি ম্যাচের প্রথম তিনটিতেই হেরেছে বাংলাদেশ হকি দল। অবশেষে চতুর্থ ম্যাচে রুখে দাঁড়াতে পেরেছে জিমিরা। সোমবার অনুষ্ঠিত ম্যাচে জিমি-চয়নরা স্বাগতিকদের রুখে দিয়েছে ৩-৩ গোলে।

প্রথম ম্যাচে ৩-২ , দ্বিতীয় ম্যাচে ৫-২ গোলে ও তৃতীয় ম্যাচে ৬-০ গোলে বিশ্ব হকির অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়ার কাছে হারে বাংলাদেশ।

তবে সোমবারের ম্যাচে বাংলাদেশই প্রথম লিড নেয়।

ম্যাচের সপ্তম মিনিটেই খোরশেদের পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা। তবে দ্বিতীয় কোয়ার্টারে সমতা আনে স্বাগতিকরা।

তৃতীয় কোয়ার্টারের সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদের গোল নিয়ে এগিয়ে থাকে সফরকারীরা। শেষ কোয়ার্টারে পুস্কর খিসা মিমোর গোলে আরও এগিয়ে যায় বাংলাদেশ। অনেকটা জয়ের কাছাকাছি থাকলেও সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গোপীনাথনের শিষ্যরা।

মাত্র দুই মিনিটের ঝড়েই ম্যাচে ফেরে স্বাগতিকরা। শেষ কোয়ার্টারের ৭ ও ৮ মিনিটে দুই গোল দিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। ম্যাচে বাংলাদেশ-কোরিয়া দুই দলই ৬টি করে পেনাল্টি কর্নার পায়।

মঙ্গলবার শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪ টায়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।