ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

হার দিয়ে দক্ষিণ কোরিয়া মিশন শেষ জিমিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
হার দিয়ে দক্ষিণ কোরিয়া মিশন শেষ জিমিদের দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে বাংলাদেশ হকি দল-ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় শেষ প্রস্তুতি ম্যাচে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ হকি দল। এই হারের ফলে কোনো জয় ছাড়াই দক্ষিণ কোরিয়া মিশন শেষ হলো জিমিদের।

মঙ্গলবার (৩১ জুলাই) সফরের শেষ ম্যাচ শুরুর ২ মিনিট পরেই পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এরপর ৪ মিনিটে দ্বিতীয় ও ১২ মিনিটের মাথায় ৩য় গোল হজম করে বাংলাদেশ হকি দল।

এরপর দ্বিতীয় কোয়ার্টারের তিন মিনিটে বাংলাদেশের জালে চতুর্থ গোল করে দক্ষিণ কোরিয়া।

এরপর ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করার সুযোগ মিস করেন জিমিরা। পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়াও। তবে শেষ কোয়ার্টারের পঞ্চম মিনিটে বাংলাদেশের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন রাসেল মাহমুদ জিমি। ফলে ৪-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

আসন্ন এশিয়ান গেমসেকে সামনে রেখে প্রস্তুতিমূলক সফরে দক্ষিণ কোরিয়া যায় হকি দল। সফরের বাকি চার ম্যাচের প্রথম তিন ম্যাচে ৩-২, ৫-২ ও ৬-০ গোলে হারার পর চতুর্থ ম্যাচে ৩-৩ গোলে ড্র করে বাংলাদেশ।  

সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরবেন জিমিরা।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।