ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নিবন্ধনের জন্য সেলফি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
নিবন্ধনের জন্য সেলফি! শ্যুটারদের সেলফি। ছবি: সংগৃহীত

সাধারণ নিয়মে যেকোনো ধরণের নিবন্ধনে নির্দিষ্ট মাপের ছবি ব্যবহার করা হয়। কিন্তু ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এনআরএআই) শ্যুটাররা যেনো উল্টো রথেই চলছেন। তাদেরকে নিবন্ধনের জন্য ছবি জমা দিতে বলায় তাদের মধ্যে বেশিরভাগ সদস্যই সেলফি জমা দিয়েছেন।

তিন মাসের বেশি সময় আগে শ্যুটারদের অনলাইন নিবন্ধনের জন্য ছবি জমা দিতে বলে এনআরএআই। তিনমাস যখন নিবন্ধনের কাজ হাতে নেয় অ্যাসোসিয়েশন তখন দেখা যায় বেশিরভাগ সদস্যই দিয়েছেন সেলফি।

এসব সেলফির বেশিরভাগই রাস্তায়, শপিং মলে, বন্ধুদের সঙ্গে আড্ডায় তোলা। এমন ছবি দিয়ে কীভাবে একজন খেলোয়াড়ের আইডি কার্ড তৈরি হয় সেটাই ভেবে পাচ্ছে না এনআরএআইয়ের। একজন খেলোয়াড় কীভেবে এত বড় ভুল করতে পারে তাই ভেবে পাচ্ছে না এনআরএআইয়ের কর্তারা।

রেগে খেলোয়াড়দের হুঁশিয়ারি দিয়েছে অ্যাসোসিয়েশন। ভবিষ্যতে অফিশিয়াল কোনো কাজে কোনো প্রকার সেলফি ব্যবহার হলে সামতিকভাবে এই অ্যাসোসিয়েশন থেকে নিষিদ্ধ করা হবে শ্যুটারদের।

হুঁশিয়ারি দিয়ে এনআরএআইয়ের এক কর্মকর্তা লিখিত বিবৃতিতে বলেছেন, অনেকদিন থেকে দেখা যাচ্ছে যে শ্যুটাররা তাদের নিবন্ধনে ঠিক ছবি ব্যবহার করছেন না। এখন থেকে সেলফি কিংবা উল্টোপাল্টা ছবি গ্রহণ করা হবে না। পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করতে হবে। এর ব্যতিক্রম হলে খেলোয়াড়দের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।