ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ব্রুনাইকে হারিয়ে বোল রাগবির চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
ব্রুনাইকে হারিয়ে বোল রাগবির চ্যাম্পিয়ন বাংলাদেশ ছবি: সংগৃহীত

ব্রুনাইকে হারিয়ে এশিয়ান রাগবির বোল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। যদিও শুরুতে পিছিয়ে পড়েছিল, তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ট্রফির স্বাদ নেয় তারা।

সিঙ্গাপুরে বোল ফাইনালে প্রথমার্ধে ৭-১২ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। পরে ঘুরে দাঁড়িয়ে ২৬-১২ পয়েন্টে জয় তুলে নেয় নাদিম-আনোয়াররা।

এমন খবর এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ রাগবি ফেডারেশন।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের আনোয়ার একক স্কোরে চতুর্থ সবোর্চ্চ স্কোর করেছেন। সপ্তম স্থান দখলৈ করেছেন অধিনায়ক নাদিম মাহমুদ।

এর আগে বোল বিভাগের সেমিফাইনালে লাওসকে ২৬-১২ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।