ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জয় এলো পুরুষ কাবাডিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
জয় এলো পুরুষ কাবাডিতে বাংলাদেশ কাবাডি দল। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস কাবাডির প্রথম ম্যাচে হারে বাংলাদেশ নারী ও পুরুষ দুই দলই। কিন্তু সোমবার (২০ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে নারী দল আবার হার মানলেও জয় পেয়েছে পুরুষ কাবাডি দল।

থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩৪-২২ ব্যবধানে জিতেছে পুরুষ কাবাডি দল। পরের দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা।

তবে, নারী দল ব্যর্থতা থেকে বের হতে পারেনি। এদিনও ইরানের বিপক্ষে বড় ব্যবধানে হারে আব্দুল জলিলের শিষ্যরা। ৪৭-১৯ ব্যবধানে নাস্তানাবুদ হয়ে পদক সম্ভাবনা শেষ হয়ে গেছে নারী কাবাডি দলের।

এর আগে রোববার (১৮ আগস্ট) নিজেদের ব্রোঞ্জ শিরোপা ধরে রাখার মিশনে চাইনিজ চাইপের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের নারীরা। নিজেদের প্রথম এই ম্যাচেও ৪৩-২৮ ব্যবধানে হারে নারী দল।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।