ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

হকিতে ওমানের পর কাজাখ বধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
হকিতে ওমানের পর কাজাখ বধ জয়ের পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস

ঢাকা: এশিয়ান গেমস হকিতে ওমানের পরে এবার কাজাখস্তানকে হারালো বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ জার্সীধারীরা।

বুধবার (২২ আগস্ট) জাকার্তায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ১১ মিনিটে ফজলে রাব্বির গোলে ১-০ তে লিড নেয় বাংলাদেশ। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাসেল।

১৯ মিনিটে মাইনুলের ফিল্ড গোল থেকে ৩-০ তে পৌঁছে যায় গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা।

আর ৩২ ও ৪৮ মিনিটে খোরশেদের পেনাল্টি কর্নার থেকে আসা দুই গোলে ম্যাচ থেকেই ছিটকে যায় মধ্য এশিয়ার দেশটি। লাল-সবুজদের হয়ে শেষ পেরেকটি ঠোঁকেন মামুনুর রহমান চয়ন।

পুরো ম্যাচে কোণঠাসা থাকা কাজাখদের হয়ে একমাত্র গোলটি করেছে তাসকেইভ ইয়ারমেক।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। বুধবার কাজাখস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের মানুষের ঈদের আনন্দ বাড়িয়ে দিলো কয়েকগুণ।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।