ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

কোরিয়ার কাছে হেরে কাবাডি থেকে বিদায় পুরুষ দলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
কোরিয়ার কাছে হেরে কাবাডি থেকে বিদায় পুরুষ দলের বাংলাদেশ পুরুষ কাবাডি দল- ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস কাবাডিতে কোরিয়ার কাছে ৩৮-১৮ পয়েন্টে হেরে খালি হাতে দেশে ফিরছে পুরুষ কাবাডি দল।

নারী কাবাডি দল বিদায় নিয়েছে আগেই। এবার গ্রুপ পর্ব থেকে ছেলেদেরও বিদায়ে কাবাডিতে ব্যর্থতার ষোলোকলা পূরণ করেছে লালসবুজের জার্সিধারীরা।

 

এশিয়ান গেমসের কাবাডিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫০-২১ ব্যবধানে হেরে মিশন শুরু করেছিল পুরুষ দল। পরের দুই ম্যাচে থাইল্যান্ডকে ৩৪-২২ পয়েন্টে এবং শ্রীলঙ্কাকে ২৯-২৫ পয়েন্টে হারিয়ে কিছুটা আশা জাগিয়েছিল বাংলাদেশ।  

কিন্তু কোরিয়ার কাছে শেষ ম্যাচে বাজে হারে বিদায়ঘন্টা বেজে গেলো মাসুদ-জাকিরদের।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।