ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

হকিতে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
হকিতে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের স্কোর-ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচে জয়ের পর এশিয়ান গেমস হকিতে বড় হারের স্বাদ পেলো বাংলাদেশ। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের হার ০-৭ গোলের।

এশিয়ান গেমস হকিতে শুরুটা ভালই হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে ওমানকে ২-১ গোলে হারিয়ে মিশন শুরু করেছিল ইমান গোবিনাথন কৃষ্ণমুর্তির শিষ্যরা।

পরের ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৬-১ গোলের বড় জয়। কিন্তু তৃতীয় ম্যাচে এসে এবার বড় ব্যবধানে পরাজয়।

শুক্রবার (২৪ আগস্ট) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে হকির পরাশক্তি মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ হকি দল। ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলই গোল করতে ব্যর্থ হয়।

কিন্তু দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ৩টি করে গোল করে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মালয়েশিয়া। শেষ কোয়ার্টারে আরও এক গোল করে ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মালয়েশিয়া হকি দল।

আগামী রোববার (২৬ আগস্ট) থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ এবং মঙ্গলবার (২৮ আগস্ট) পঞ্চম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।