ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

হকিতে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
হকিতে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় বাংলাদেশ হকি দল। ফাইল ছবিঃ সংগৃহীত

এশিয়ান গেমসের ১৮ তম আসরে নিজেদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ হকি দল। রোববার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়া এই ম্যাচে জয়ের ফলে বাংলাদেশ এখন ৫ এবং ৬ নম্বর স্থানের জন্য লড়াই করবে।

হকি ও ফুটবল ছাড়া আর কোনো ইভেন্টেই বাংলাদেশ সফলতা দেখাতে পারেনি। বাংলাদেশের তুলনায় হকিতে থাইল্যান্ড দুর্বল প্রতিপক্ষ।

এর আগে মালয়েশিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরেছে, পাকিস্তানের কাছে ১০-০ গোলে হেরেছে এবং ওমানের কাছে ২-০ গোলে হরেছে থাইল্যান্ড।

এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই ওমানকে ২-১ গোলে হারিয়ে ভালো কিছুর আভাস দেয় জিমিরা। দ্বিতীয় ম্যাচেও কাজাখস্তানের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পায় লাল-সবুজের জার্সিধারীরা। তবে তৃতীয় ম্যাচে মালয়শিয়ার বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবপধানে হার মানে বাংলাদেশ।

গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে গোপীনাথন কৃষ্ণমুর্তির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।