ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

স্যার ব্র্যাডম্যানের জন্মদিনে গুগল ডুডল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
স্যার ব্র্যাডম্যানের জন্মদিনে গুগল ডুডল স্যার ড্যান ব্র্যাডম্যানের জন্মদিনে বিশেষ ডুডল করেছে গুগল

ঢাকা: অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার ড্যান ব্র্যাডম্যানের জন্মদিন ২৭ আগস্ট। এ বছর ১১০তম জন্মদিনে কৃতী এ খেলোয়াড়কে নিয়ে বিশেষ ডুডল করেছে গুগল। গুগল সার্চে গেলেই ভেসে উঠছে স্যার ব্র্যাডম্যানের প্রতিকৃতি। 

অজি ক্রিকেট তারকা ব্র্যাডম্যান ‘দ্য ডন’ নামেও পরিচিত। ১৯০৮ সালের এই দিনে নিউ সাউথ ওয়েলসের বাউরালে জন্মগ্রহণ করেন তিনি।

ক্রিকেটে ভূমিকার জন্য তাকে নাইটহুড দেওয়া হয়। তিনিই একমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি এই উপাধি পেয়েছেন।

১৯ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ‘বাউরালের বিস্ময় বালক’ ব্র্যাডম্যানের। এরপর ক্রিকেট দুনিয়া সেই বিস্ময় বালকের দুর্দান্ত পারফরমেন্সে বিস্মিত হয়। ৫২ টেস্ট ম্যাচে তার মোট রান ৬৯৯৬, গড় রান ৯৯.৯৪। টেস্ট ক্রিকেটে সাধারণত ৫০ এর উপরে গড় থাকা ব্যাটসম্যানদের গ্রেট বলা হয়। সেখানে ব্র্যাডম্যানের ব্যাটিং গড়  ৯৯.৯৪।

২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ ব্যাটসম্যান।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।