ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

পাকিস্তানের কাছে হেরে পদকের আশা শেষ জিমিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
পাকিস্তানের কাছে হেরে পদকের আশা শেষ জিমিদের বাংলাদেশ হকি দল। ফাইল ছবি: সংগৃহীত

জিতলেই সেমিফাইনালের হাতছানি, এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশ হকি দল।

হকিতে পাকিস্তান বেশ শক্ত প্রতিপক্ষ, তাই জেতার আশা খুব একটা ছিল না। কিন্তু জেবিকে হকি ফিল্ডে মঙ্গলবার (২৮ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে নুন্যতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতেও ব্যর্থ হন জিমিরা।

ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় পাকিস্তান। পরে নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করে নেয়। প্রথম কোয়ার্টারে আর কোনো গোল না হলেও দ্বিতীয় কোয়ার্টারের এক গোলে আরও বেশি চাপে পড়ে যায় বাংলাদেশ।  

ম্যাচের তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোল হজম করায় শেষ পর্যন্ত ৫-০ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

এই পরাজয়ে এশিয়ান গেমস থেকে পদকশূন্যভাবেই ফিরতে হচ্ছে হকি দলকে। তবে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলে সম্মান বাঁচানোর সুযোগ রয়ে গেছে লাল-সবুজের জার্সিধারীদের।

এছাড়া ‘বি’ গ্রুপ থেকে তৃতীয় স্থান অর্জন করায় এশিয়ান গেমসের আগামী আসরে সরাসরি খেলার সুযোগ থাকছে জিমিদের সামনে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।