ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মধ্যাকর্ষণেও দ্রুতগামী বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
মধ্যাকর্ষণেও দ্রুতগামী বোল্ট উসাইন বোল্ট। ছবি: সংগৃহীত

নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন পৃথিবীতে। এবার মধ্যাকর্ষণেও নিজেকে প্রমাণ করলেন উসাইন বোল্ট! ট্র্যাকের রাজা। দৌড় ছেড়ে নাম লিখিয়েছেন পেশাদার ফুটবলে। তবে দৌড়টা যে ভুলে যাননি তাই যেন প্রমাণ করলেন!

এয়ারবাস জিরো-জি এয়ার প্লেনের ভেতর শূন্য মধ্যাকর্ষণে দৌড়ালেন বোল্ট। সঙ্গে ছিলেন আরও দুই সহযাত্রী।

১০০ মিটারের এই দৌড়েও নিজেকে সেরা প্রমাণে ভুল করেননি বোল্ট।

মধ্যাকর্ষণ শক্তিতে দৌড়াতে প্রথমে একটু কঠিন লাগে বোল্টের কাছে। শুধু মোজা পরে দৌড়াতে হয়েছে এখানে। তবে অল্প সময়ের মধ্যেই সামলে নেন নিজেকে এবং বাকি দু’জনকে পেছনে ফেলেন।

মূলত একটি শ্যাম্পেন উৎপাদনকারীর প্রতিষ্ঠানের আমন্ত্রণেই এই দৌড়ে অংশ নেন ট্র্যাকের রাজা বোল্ট। এই এয়ারবাসের ভেতরেই শূন্য মধ্যাকর্ষণেই শ্যাম্পেন পান করেন তিনি।

নিজের এমন অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তুলে ধরেছেন বোল্ট লেখেন, ‘খেলায় পরিবর্তন, দৌড়ের মধ্যে জীবন উপভোগ করা আর শূন্য মধ্যাকর্ষণে শ্যাম্পেন পান করা…!’

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।