ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

কানাডা ওপেন তায়কোয়ান্ডোতে বাংলাদেশের স্বর্ণ জয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
কানাডা ওপেন তায়কোয়ান্ডোতে বাংলাদেশের স্বর্ণ জয় কানাডা ওপেন তায়কোয়ান্ডোতে বাংলাদেশের স্বর্ণ জয়।

কানাডা ওপেন তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশের প্রতিযোগিরা।

৩২টি দেশের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় পুরুষ সিনিয়র অনুর্ধ-৩০ বিভাগে দলগতভাবে বাংলাদেশের হয়ে মো. ইমতিয়াজ ইবনে আলী, আবদুল্লাহ আল নোমান এবং আশিকুর রহমান স্বর্ণ পদক অর্জন করেন।

খেলাটি কানাডার ভ্যানকুভারের রিচমন্ড শহরে অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তায়কোয়ান্ডো ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুমন দে, কোচের দায়িত্ব পালন করেন মাহমুদুল ইসলাম রানা এবং অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।