ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হকিতে কলকাতা ওয়ারিয়র্সকে হারালো ঢাকা একাদশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
হকিতে কলকাতা ওয়ারিয়র্সকে হারালো ঢাকা একাদশের মেয়েরা ছবি: সংগৃহীত

বাংলাদেশ হকি ফেডারেশন ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আমন্ত্রণমুলক প্রদর্শনী টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঢাকা একাদশ ২-০ গোলে হারালো কলকাতা ওয়ারিয়র্সকে। মাওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে ঢাকা একাদশের পক্ষে সিমু আক্তার সিমা ৯ মিনিটে একটি এবং নমিতা কর্মকার ২৩ মিনিটে একটি ফিল্ড গোল করে।

খেলা শুরুর পূর্বে ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব আবু ছালেহ মো: ফেরদৌস খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও খেলায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি জনাব সাজেদ এ এ আদেল, জনাব প্রতাপ শংকর হাজরা, সদস্য জনাব মোস্তবা জামান পপি সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) বেলা ৩ ঘটিকায় দ্বিতীয় ম্যাচ মাওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।