ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বিজয় দিবস হকির হ্যাটট্রিক শিরোপা জিতলো নৌবাহিনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
বিজয় দিবস হকির হ্যাটট্রিক শিরোপা জিতলো নৌবাহিনী বিজয় দিবস হকির হ্যাটট্রিক শিরোপা জিতলো নৌবাহিনী-ছবি: সংগৃহীত

বিজয় দিবস হকি প্রতিযোগিতা ২০১৮’র ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ৫-৪ গোলে বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ নিয়ে টানা তিন মৌসুমে শিরোপা জিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়নও হলো দলটি।

বুধবার (০৫ ডিসেম্বর) মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে জয়ী দল নৌবাহিনীর হয়ে জোড়া গোল করেন রাসেল মাহমুদ জিমি। এছাড়া একটি করে গোল করেন মামুনুর রহমান চয়ন, কৃষ্ণ কুমার দাশ ও মাইনুল ইসলাম।

সেনাবাহিনীর পক্ষে গোল করেন, মো: নাইম উদ্দিন, মনোজ বাবু, মো: মাহবুবুর রহমান ও মো: হাসান যুবায়ের।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাননীয় সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং এসআইবিএল এর ডিএমডি জনাব আবু নাসের চৌধুরী এ সময়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি জনাব সাজেদ এ এ আদেল, সাধারণ সম্পাদক জনাব আবদুস সাদেক, যুগ্ম সম্পাদক জনাব মাহাবুবুল এহছান রানা ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় দিবস হকি প্রতিযোগিতার রোল অব অনার

১৯৮১    সেনাবাহিনী লাল    
১৯৯১    আবাহনী ক্রীড়া চক্র    
১৯৯৬    উষা ক্রীড়া চক্র    
২০০৫    সোনালী ব্যাংক
২০০৬    বিকেএসপি
২০০৭    সোনালী ব্যাংক    
২০০৯    বাহফে একাদশ    
১০১০    মুক্ত বিহঙ্গ
২০১১    আবাহনী লি:     
২০১২    বাহফে একাদশ
২০১৩    আবাহনী লি:    
২০১৫    বাংলাদেশ নৌবাহিনী
২০১৬    বাংলাদেশ নৌবাহিনী    
২০১৮    বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।