ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মিশরে রেকর্ড মাবিয়ার, জিতলেন ৩ রৌপ্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
মিশরে রেকর্ড মাবিয়ার, জিতলেন ৩ রৌপ্য তিনটি রৌপ্য পদক হাতে মাবিয়া আক্তার সীমান্ত

মিশরে আন্তর্জাতিক ইসলামী সংহতি ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে নিজেকে ছাপিয়ে গেছেন বাংলাদেশের মেয়ে মাবিয়া আক্তার সীমান্ত। ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) আয়োজিত এ প্রতিযোগিতায় স্ন্যাচ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৮০ কেজি ভারোত্তলন করে নিজের ও দেশের হয়ে এ রেকর্ড গড়েছেন তিনি।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) কায়রোয় অনুষ্ঠিত প্রতিযোগিতায় মাবিয়া তিনটি রৌপ্য পদক লাভ করেন। প্রতিযোগিতায় রেকর্ডের বিষয়ে মাবিয়া বলেন, ‘আমি আমার জীবনে স্ন্যাচে সর্বোচ্চ ৮০ কেজি ভারোত্তলন করেছি।

’ 

মাবিয়া স্ন্যাচে রেকর্ড গড়ার পাশাপাশি এ প্রতিযোগিতায় ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটাগরিতে ভারোত্তলন করেছেন ১০০ কেজি।

মাদারীপুরের মেয়ে মাবিয়া ২০১৬ সালে ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে ৬৩ কেজি শ্রেণিতে সর্বোচ্চ ১৪৯ কেজি ভারোত্তলন করে স্বর্ণপদক জিতেছিলেন। তার আগে ২০১৫ সালে পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে যুব সেকশনে ৬৩ কেজি শ্রেণীতে সর্বোচ্চ ভারোত্তলন করে একই পদক অর্জন করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।