ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

‘সরকারের পৃষ্ঠপোষকতা পেলে ক্যারম আরও এগিয়ে যাবে’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
‘সরকারের পৃষ্ঠপোষকতা পেলে ক্যারম আরও এগিয়ে যাবে’ বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন: সংগৃহীত

ক্যারম বাংলাদেশে খুব একটা জনপ্রিয় না হলেও বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশে ক্যারম আরও এগিয়ে যাবে। এমনটাই জানালেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।

ন্যাশনাল ক্যারম টুর্নামেন্ট কবে শুরু হবে এ বিষয়ে জানতে চাইলে লিয়ন বাংলানিউজকে বলেন, এখনো প্ল্যানিং চলছে। তবে এ বছরের মধ্যে টুর্নামেন্টটি করার শিডিউল আছে।

 

তিনি আরও বলেন, বিজয় দিবস উপলক্ষে আমরা এক মাসের ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছি। যেখানে খেলোয়াড়দের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। এ ক্যাম্প আয়োজন করার ফলে খেলোয়াড়রা পর্যাপ্ত ট্রেনিং নেওয়ার সুযোগ পেয়েছে। এর ফলে খেলোযাড়দের মধ্যে আত্মবিশ্বাস অনেকখানিই বেড়েছে। যা পরবর্তীতে তাদেরকে অারো বেশি ভালো করার জন্য সহায়তা করবে।

ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে। ভবিষ্যতে র‌্যাংকিংয়ে আরও উন্নতি করতে চান কিনা এ বিষয়ে তিনি এ প্রতিবেদককে বলেন, আমরা যদি সরকারের কাছ থেকে আরও উৎসাহ পাই তাহলে আমরা বিশ্ব র‌্যাংকিংয়ে ২য় কিংবা প্রথম হওয়ার আশা রাখি।

ক্যারমকে আরও জনপ্রিয় করতে স্কুল ক্যাম্প আয়োজন সম্পর্কে আন্তর্জাতিক ক্যারম ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ বলেন, অামরা ফেব্রুয়ারীতে ঢাকা শহরের ৫-৬টি স্কুল, নারায়ণগঞ্জের ২-৩টি স্কুল, চট্টগ্রামসহ দেশের ৫-৬টি জেলা শহরের প্রায়  ২০-২৫টি স্কুলে ক্যাম্পিং করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি।

নতুন খেলোয়াড় তৈরী হচ্ছে কিনা এ বিষয়ে লিয়ন বলেন, গত মাসে (ডিসেম্বর) বিজয় দিবস ক্যারমে বুয়েটের শিক্ষার্থী স্নিগ্ধ এককে তৃতীয় হয়েছে। তিনি (স্নিগ্ধ) এক মাস ব্যাপী ট্রেনিং ক্যাম্পে অংশ নিয়েছিলেন। প্রস্তুতি নিলে যে ভালো খেলা যায় এটিই প্রমাণ করেছে তরুণ এ ক্যারম খেলোয়াড়।

লিয়ন আরও বলেন, আমরা চাই সারা দেশ থেকে এরকম আরো অনেক নতুন খেলোয়াড় উঠে আসুক।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।