ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জাতীয় অ্যাথলেটিক্সে ২০০ মিটারে সেরা সোহাগী-রায়হান 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
জাতীয় অ্যাথলেটিক্সে ২০০ মিটারে সেরা সোহাগী-রায়হান  জাতীয় অ্যাথলেটিক্স। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

লড়াই দারুণ জমিয়ে তুলে শেষ পর্যন্ত শিরিন আক্তারকে হারিয়ে দিলেন সোহাগী আক্তার। জাতীয় অ্যাথলেটিক্সের মেয়েদের ২০০ মিটারে ইলেক্ট্রনিক টাইমিংয়ের জাতীয় রেকর্ড গড়ে সেরা হয়েছেন সোহাগী। 

শনিবার (২৬ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ২৫ দশমিক ০৬ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন পার হন সোহাগী। তার পেছনে থাকা শিরিনের টাইমিং ২৫ দশমিক ০৮ সেকেন্ড।

এর আগে ২০১৩ সালে ২৫ দশমিক ১৩ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন জাকিয়া সুলতানা।

জাতীয় অ্যাথলেটিক্স।                                          ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

এদিন ছেলেদের ২০০ মিটার দৌড়ে সেরা হন বিকেএসপির জহির রায়হান। শুক্রবার (২৫ জানুয়ারি) ৪০০ মিটারে ৩২ বছরের রেকর্ড ভেঙে স্বর্ণ জয় করেন তিনি। আর এদিন ২১.৭৮ সেকেন্ড সময়ে ২০০ মিটারের দৌড় শেষ করে সেরা হন।
তবে জহিরের সেরা টাইমিং নয় এটি। গেলো জুলাইয়ে অনুষ্ঠিত সামার মিটে তিনি ২১.৭০ সেকেন্ড সময়ে স্বর্ণ জেতেন।  

বাংলাদেশ সময়ঃ ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।