ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কুমিল্লা সেনানিবাসে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
কুমিল্লা সেনানিবাসে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুমিল্লা: কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ‘প্রথম মানবতা কাপ গলফ টুর্নামেন্ট-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী।  এছাড়া বিকেলে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেলিনা-শহিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম। এছাড়া ময়নামতি গলফ ক্লাবের সদস্য ও সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।