ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা পুরস্কার তুলে দিচ্ছেন এয়ার ভাইস মার্শাল মো. কামরুল এহসান। 

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় টাঙ্গাইলের বিমান বাহিনীর ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরে এ ভলিবল প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতায় বিমান বাহিনীর সাতটি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিমান বাহিনী ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দল এবং রানার আপ হয়েছে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল। বিজয়ী দল বঙ্গবন্ধু ঘাটিকে ৩-০ সেটে পরাজিত করে। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় বিবেচিত হন বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দলের করপোরাল আজিজুল ইসলাম।  

ভলিবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. কামরুল এহসান।  

গত ৩ মার্চ স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. জাহিদুর রহমান ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।  

ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাঁটি এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।