ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ওয়েলিংটনে বৃষ্টির হানা, ম্যাচ শুরুর অপেক্ষা 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
ওয়েলিংটনে বৃষ্টির হানা, ম্যাচ শুরুর অপেক্ষা  ওয়েলিংটনে বৃষ্টির কারণে সরানো হয়নি পিচ কভার। ছবি: সংগৃহীত

ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে শুরু হতে দেরি হচ্ছে। বাংলাদেশ সময় শুক্রবার (০৮ মার্চ) ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। 

এমনকি সকাল থেকে বৃষ্টির কারণে মাঠ থেকে সরানো হয়নি পিচ কভারও। বৃষ্টির কারণে মাঠে পানি জমে আছে।

তবে এরই মধ্যে আম্পায়ার ও ম্যাচ রেফারি মাঠ পরিদর্শন করেছেন।

তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথম টেস্টে কিউইদের কাছে ইনিংস ও ৫২ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে ঘুড়ে দাঁড়াতে চায় টাইগাররা। যদিও টাইগারদের জন্য কাজটা সহজ হবে না।  

অন্য দিকে এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
আরএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।