ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

পাবনায় ৩ দিনের আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
পাবনায় ৩ দিনের আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনায় তিন দিনের স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
 

সোমবাব (২৯ এপ্রিল) সকালে এ খেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলাম।  

জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সিনিয়ির পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পদক শহিদুল ইসলাম মানিক, পৃষ্ঠপোষক তৌহিদুল আলম রুপমসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে রাজশাহী বিভাগের মোট আটটি দল।  

উদ্বোধনী দিনের খেলায় সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে পাবনা; দ্বিতীয় খেলায় নওগাঁকে পরাজিত করে বগুড়া; তৃতীয় খেলায় জয়পুরহাটকে পরাজিত করে নাটোর; চতুর্থ খেলায় চাঁপাইনবাবগঞ্জকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে রাজশাহী জেলা। এরপর প্রতিদিন সকাল এবং বিকেলে মোট আটটি করে খেলা অনুষ্ঠিত হবে।

তিন দিনের এ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল আগামী ১ মে।  

পাবনা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলার পৃষ্ঠপোষকতা করছেন পাবনা ট্রেডিং লিমিটেড।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।