ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখলো আয়াক্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মে ১, ২০১৯
টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখলো আয়াক্স ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখলো আয়াক্স। টটেনহ্যামের মাঠে গোল দেওয়ায় বাড়তি সুবিধে নিয়েই মাঠ ছাড়লো সর্বশেষ ১৯৯৪-৯৫ সালে আসরটির ফাইনাল খেলা দলটি। 

টটেনহ্যামকে এ ম্যাচে হারিয়ে প্রথমবারের মতো ইংলিশ দলটির বিপক্ষে জয় তুলে নিল নেদারল্যান্ডসের ক্লাবটি। এর আগে দুবারের দেখায় সবকটিতে হেরেছিল তারা।

 

এদিন প্রতিপক্ষের মাঠে খেললেও প্রথম থেকে আধিপত্য বিস্তার করে আয়াক্স। ফলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই লিড নিতে সফল হয় তারা। হাকিম জিয়েচের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে গোলটি করেন দোনে ফন দে বিক।  

প্রথমার্ধে বিশেষ করে শেষ দিকে আরও একটি ভালো সুযোগ পেয়েছিল আয়াক্স। তবে কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ব্যবধান দ্বিগুণ করা হয়নি।  

বিরতির পর ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিক টটেনহ্যাম। তবে আয়াক্সের শক্ত ডেফেন্সর কাছে পেরে ওঠেনি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে পরাস্ত করা পচেত্তিনোর শিষ্যদের।  

অন্যদিকে ইউরোপ সেরার এই আসরে একের পর এক চমক দেখানো আয়াক্স আগামী ৮ মে ঘরের মাঠে দ্বিতীয় লেগে টটেনহ্যামকে আতিথেয়তা জানাবে। সেই ম্যাচে ড্র করতে পারলেই ফাইনালে চলে যাবে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ ও কোয়ার্টারে জুভেন্টাসকে হারানো ডাচ ক্লাবটি।  

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, মে ০১, ২০১৯
এমএমএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।