ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রোমানের হাত ধরে বিশ্ব আর্চারিতে প্রথম পদক বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
রোমানের হাত ধরে বিশ্ব আর্চারিতে প্রথম পদক বাংলাদেশের রোমান সানা/সংগৃহীত ছবি

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম কোনো পদক এনে দিলেন রোমান সানা। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান নির্ধারণীতে ইতালির মাওরো নেসপলিকে ৭-১ পয়েন্টে হারিয়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।

রোববার (১৬ জুন) রোমানের হাত ধরেই বিশ্ব আর্চারিতে প্রথম পদক হিসেবে ব্রোঞ্জ পেলো বাংলাদেশ।

এর আগে ১৩ জুন আয়োজক নেদাল্যান্ডসের ফন ডেন বার্গকে ৬-২ সেটের ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছিলেন রোমান।

আর এতেই আসন্ন টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন তিনি।

অবশ্য রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে ৭-২ সেটে মালয়েশিয়ার তীরন্দাজ খায়রুল আনোয়ারের কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি রোমানের।

গলফার সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় অ্যাথলেট হিসেবে বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে সুযোগ পেলেন তীরন্দাজ রোমান সানা। ২০১৬ সালের রিও অলম্পিকে সরাসরি খেলেন সিদ্দিকুর। এবার ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি সুযোগ পেলেন রোমান।

বাংলাদেশ সময়: ০৫৫৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
পিএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।