ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ইনডোর হকিতে বাংলাদেশের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
ইনডোর হকিতে বাংলাদেশের প্রথম জয় ছবি: সংগৃহীত

ইনডোর হকিতে প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ। ইনডোর এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিপাইনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

প্রথম দুই ম্যাচে মালয়েশিয়া ও ইরানের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে ফিলিপাইনকে কোনো সুযোগই দেয়নি।

প্রথমার্ধে ৬-০ গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আসে আরো তিন গোল। ডাবল হ্যাটট্রিক করেন মইনুল ইসলাম কৌশিক। ম্যাচের ৫, ৬ ১১, ২০, ৩০ ও ৩৬ মিনিটে গোলগুলো করেন তিনি।

১৭ ও ৩৩ মিনিটে দুটি গোল করেন রাসেল মাহমুদ জিমি। ৯ মিনিটে অপর গোলটি আসে আশরাফুল ইসলামের স্টিক থেকে।

এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো বাংলাদেশ। ১৮ জুলাই গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বিশ্ব ইনডোর র‍্যাংকিং-এর ২৯তম দল স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।