ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

৪০০ মিটার হার্ডলসে দালিলাহ মুহাম্মাদের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
৪০০ মিটার হার্ডলসে দালিলাহ মুহাম্মাদের বিশ্বরেকর্ড ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ৪০০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড গড়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন দালিলাহ মুহাম্মাদ। ১৬ বছর আগের রেকর্ডটি ভাঙতে এই নারী আগের বিশ্বরেকর্ড থেকে ১০ সেকেন্ডেরও কম সময় নেন।

২৯ বছর বয়সী মুহাম্মাদ ৫২.২০ সেকেন্ডে নিজের দৌড় সম্পন্ন করেন। এর আগে ২০০৩ সালে রাশিয়ার ইউলিয়া পেচোঙ্কিনা ৫২.৩৪ সেকেন্ডে এই রেকর্ডের মালিক হয়েছিলেন।

এদিকে এই আসরে ১৯ বছর বয়সী সিডনি ম্যাকলাফলিন ৫২.৮৮ সেকেন্ডে দ্বিতীয় ও অ্যাশলে স্পেনসার ৫৩.১১ সেকেন্ডে তৃতীয় হয়েছেন। এই তিনজনই আগামী সেপ্টেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করলেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।