ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জীবনের রেসে হেরে গেলেন বেলজিয়ান সাইক্লিস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
জীবনের রেসে হেরে গেলেন বেলজিয়ান সাইক্লিস্ট সাইক্লিস্ট জর্জ ল্যামব্রিচ: ছবি-সংগৃহীত

অকালে চলে গেলেন সাইক্লিস্ট জর্জ ল্যামব্রিচ। ২২ বছর বয়সী ল্যামব্রিচকে মানা হতো বেলজিয়ামের সবচেয়ে সম্ভাবনাময়ী রাইডার হিসেবে। ট্যুর দে পোলোন প্রতিযোগিতায় তৃতীয় স্টেজে থাকাকালীন দূর্ঘটনার শিকার হন তিনি।

প্রতিযোগিতা শেষ হওয়ার মাত্র ৬০ মাইল বাকি থাকতেই পোল্যান্ডের হরজোভ এবং জাবর্জে নামক স্থানে সাইকেল নিয়ে দূর্ঘটনায় পড়েন ল্যামব্রিচ। সেখান থেকে হেলিকপ্টারে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরে সোমবার (০৫ আগস্ট) তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ল্যামব্রিচের অকাল মৃত্যুতে তার দল লোট্টো সাউডাল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানায়, ‘দল সঙ্গী এবং বন্ধু জর্জের মৃত্যু আমাদের পরিবারের জন্য এটি বিশাল ট্রাজেডি। শান্তিতে ঘুমান জর্জ। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।