ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নেপাল যাচ্ছে জাতীয় ভলিবল দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
নেপাল যাচ্ছে জাতীয় ভলিবল দল ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বাংলাদেশের জাতীয় ভলিবল দল।

ঢাকা: চলতি মাসের ১৯ থেকে ২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল যাচ্ছে বাংলাদেশের জাতীয় ভলিবল দল।

শুক্রবার (১৬ আগস্ট) নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে অংশ নেয় বাংলাদেশের জাতীয় ভলিবল দল।

এ সময় টুর্নামেন্টে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে দল খেলবে বলে আশা প্রকাশ করেন ফেডারেশনের সভাপতি। একইসঙ্গে দল শিরোপা জিতবে বলেও সাহস জোগান তিনি।

এই টুর্নামেন্টে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল ছাড়াও আরও অংশ নিচ্ছে আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, মালদ্বীপ ও কিরগিজস্তান।

টুর্নামেন্ট শেষে ২৫ আগস্ট বাংলাদেশ দলের ফিরে আসার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।