ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন-ডিআরইউ দাবার ফাইনালে মোরসালিন-তপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
ওয়ালটন-ডিআরইউ দাবার ফাইনালে মোরসালিন-তপন ওয়ালটন-ডিআরইউ দাবার ফাইনালে মোরসালিন-তপন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের দাবা প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন ডেইলি স্পোর্টস ডট কমের মোরসালিন আহমেদ ও দৈনিক জনকন্ঠের তপন বিশ্বাস।

রোববার (১৮ আগস্ট) দুপুরে ডিআরইউ প্রাঙ্গণে দাবা প্রতিযোগিতায় সেমিফাইনালে মোরসালিন চ্যানেল আইয়ের মো. জাহিদুজ্জামানকে ও তপন বিশ্বাস দৈনিক কালের কন্ঠের শামীম হাসানকে পরাজিত করে ফাইনালে উন্নীত হন।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চ্যানেল আইয়ের জাহিদুজ্জামান দৈনিক কালের কন্ঠের শামীম হাসানকে পরাজিত করেন।

ডিআরইউ’র সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, দপ্তর সম্পাদক মো. জেহাদ হোসেন চৌধুরী, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম ও আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতারসহ ডিআরইউর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।