ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ব্রাডম্যান হল অব ফেমের সম্মাননা পাচ্ছেন ওয়াকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ব্রাডম্যান হল অব ফেমের সম্মাননা পাচ্ছেন ওয়াকার ওয়াকার ইউনূস: ছবি-সংগৃহীত

এই বছর পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ওয়াকার ইউনূসকে সম্মান জানাবে ব্রাডম্যান হল অব ফেম। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার (১৩ নভেম্বর), ১৩তম বার্ষিক ব্রাডম্যান গালা ডিনারে পাকিস্তানের সাবেক অধিনায়ককে সম্মান জানানো হবে।

ব্রাডম্যান মিউজিয়াম ইন্টারন্যাশনাল ক্রিকেট হল অব ফেম থেকে জানানো হয়, ‘পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার ওয়াকার ইউনূসকে এই বছর আমরা সম্মান জানাচ্ছি। অনুষ্ঠানে অনেক সাবেক ও বর্তমান টেস্ট ক্রিকেটার উপস্থিত থাকবেন।

’ 

ওয়াকার ইউনূস অনবদ্য এক ক্রিকেট ক্যারিয়ার কাটিয়েছেন। সাবেক পাকিস্তানি পেসার টেস্ট ও ওয়ানডে মিলিয়ে শিকার করেছেন ৭৮৯ উইকেট। ১৯৯০ সালের দিকে এই গতিতারকার ইয়র্কার দুঃস্বপ্ন হয়ে ওঠেছিল প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।