ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

অক্টোবরে শুরু শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
অক্টোবরে শুরু শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ অক্টোবরে শুরু শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

ঢাকা: অক্টোবরের ১৯ তারিখ শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের বড় আয়োজন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট।

৩য় বারের মতো হতে যাওয়া টুর্নামেন্টটি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের সব খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের সমন্বয়ক ও চট্টগ্রাম আবাহনীর পরিচালক এন করিম চৌধুরী শারুন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ টুর্নামেন্ট ৩য় বারের মতো চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

‘৮ দল নিয়ে এ টুর্নামেন্ট হবে। ৬ দল নিশ্চিত। খেলবে ভারতের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মালদ্বীপের টিসি স্পোর্টস, বাংলাদেশের বসুন্ধরা কিংস, আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। এ ছাড়া বাকী দুটি দল ঠিক করার প্রক্রিয়া চলছে। ’

এদিকে সম্প্রতি টুর্নামেন্ট পরিচালনার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম আবাহনী সভাপতি এমএ লতিফ, সহ-সভাপতি ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক তরফদার রুহুল আমিন, সমন্বয়ক ও চট্টগ্রাম আবাহনীর পরিচালক এন করিম চৌধুরী শারুন ও সমন্বয়ক শাকিল মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।