ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

পর্দা নামলো শেখ রাসেল অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
পর্দা নামলো শেখ রাসেল অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের মাগুরার মাগুরা আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা: বাংলানিউজ

দশ হাজার দর্শকের উপস্থিতিতে পর্দা নামলো শেখ রাসেল অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি। শিরোপা নির্ধারণী ম্যাচে মাগুরা আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি ২-০ গোলে হারিয়েছে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিকে। 

চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে প্রথমার্ধেই মাগুরা আছাদুজ্জামান স্পোর্টসের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাকিলের জোড়া গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বৃষ্টি ভেজা মাঠে ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ শাণায় যশোরের দলটি।

কিন্তু বারবার চেষ্টা করেও প্রতিপক্ষের গোলপোস্টে বল পাঠাতে ব্যর্থ হয় তারা। অবশেষে রেফারির শেষ বাঁশি বাজার পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব উদযাপনে মেতে ওঠে মাগুরার ক্লাবটি।  
 
খেলা শেষে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান লাজুকের পরিচালনায় ও সভাপতি শেখ ফরিদুজ্জামানের সভাপতিত্বে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে ফাইনালে অংশগ্রহণকারী দু’দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা প্রশাসক আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি’র পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি গত ২৩ আগস্ট আছাদুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টটির আয়োজন করে। খুলনা বিকেএসপি, স্বাগতিক মাগুরা আছাদুজ্জামান স্পোর্টস একাডেমিসহ বিভিন্ন জেলার ৮টি ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।