ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

শেষ হলো সামার হিট ওপেন ক্যারম চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
শেষ হলো সামার হিট ওপেন ক্যারম চ্যাম্পিয়নশিপ শেষ হলো সামার হিট ওপেন ক্যারম চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় শেষ হয়েছে সামার হিট ওপেন ক্যারম চ্যাম্পিয়নশিপ। পুরুষ এককে চ্যাম্পিয়ন বাগেরহাটের হেমায়েত মোল্লা ও নারী এককে জামালপুর জেলা স্কুলের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার মাকসুদা।

রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ক্যারম হল রুমে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী হোটেল ৭১ এর ম্যানেজিং ডিরেক্টর আবদুল মতিন প্রধান।

পুরুষ এককে রানার্সআপ হয়েছেন স্নিগ্ধ তওসিফ।

আর নারী এককে রানার্সআপ হয়েছেন আফসানা নাসরীন। প্রায় ৪০ জন পুরুষ ও ১২ জন নারী অংশ নিয়েছে এবারের প্রতিযোগিতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.আরুক মুন্সী এবং বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।