ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
গোপালগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গোপালগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে শুরু হয়েছে আন্তঃ ইউনিয়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহম্মেদ।

উদ্বোধনীয় খেলায় কাঠি ইউনিয়ন ১-০ গোলে বৌলতলী ইউনিয়নকে পরাজিত করে। এছাড়া সাতপাড় ইউনিয়ন মাঠে উপস্থিত না হওয়ায় বোড়াশী ইউনিয়ন ওয়াকওভার পায়। এ টুর্নামেন্টে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন অংশ নিচ্ছে। ১৬ সেপ্টেম্বর (সোমবার) ফাইনাল খেলার মাধ্যমে এ টুর্নামেন্ট শেষ হবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।