ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

জাতীয় নারী দাবায় শীর্ষস্থানে রানী হামিদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
জাতীয় নারী দাবায় শীর্ষস্থানে রানী হামিদ

ঢাকা: ৩৯তম জাতীয় নারী দাবা চ্যম্পিয়নশিপে শীর্ষস্থান ধরে রেখেছেন বর্তমান চ্যাম্পিয়ন আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ। এছাড়া আন্তর্জাতিক নারী মাস্টার শারমীন সুলতানা শিরিন ও নুশরাত জাহান আলো নিজ নিজ খেলায় জিতে যৌথভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) চতুর্থ রাউন্ডের খেলা শেষে এ তিনজন দাবাড়ু যৌথভাবে শীর্ষে রয়েছেন। প্রত্যেকের পয়েন্ট চার।


 
আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ হারিয়েছেন আফরিন জাহান মুনিয়াকে, নুশরাত জাহান আলো হারিয়েছেন সামিহা শারমীন সিম্মীকে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন হারিয়েছেন জান্নাতুল ফেরদৌসকে।
 
এছাড়া মহিলা ফিদে মাস্টার ইভা হারিয়েছেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমকে। আরেক খেলায় আহমেদ ওয়ালিজা তাসনিয়া হারিয়েছেন অর্পাকে, উম্মে তাসলিমা হারিয়েছেন প্রতিভা তালুকদার ওয়াসিয়া খুশবুকে।
 
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
আরএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।