ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

জাতীয় নারী দাবায় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রানী হামিদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
জাতীয় নারী দাবায় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রানী হামিদ জাতীয় নারী দাবায় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রানী হামিদ

৩৯তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডের খেলা শেষে এককভাবে শীর্ষে রয়েছেন বর্তমান আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। সাড়ে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

সাত পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির আন্তর্জাতিক নারী মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নজারানা খান ইভা।

ছয় পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আহমেদ ওয়ালিজা তৃতীয় স্থানে রয়েছেন।

অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ নারী ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মীকে পরাজিত করেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ক্রীড়া কক্ষে অষ্টম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) একই স্থানে নবম ও শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।