ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে নোফেল স্পোর্টিং ক্লাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে নোফেল স্পোর্টিং ক্লাব অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে নোফেল স্পোর্টিং ক্লাব

অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে নোফেল স্পোর্টিং ক্লাব। প্রথম সেমিফাইনালে বসুন্ধরা কিংসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে নোফেল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটের মাথায় শাহিনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। তবে, সমতায় ফিরতে সময় নেয়নি নোফেল।

২৮ মিনিটে আবিরের গোলে সমতায় ফেরেন তারা।

বিরতির পর গোলে জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দু’দলই। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা অমিমাংসিতভাবে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে বসুন্ধরাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় নোফেল।

আগামী ৩০ সেপ্টেম্বর ফাইনালে নোফেল স্পোর্টিং ক্লাব দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ঢাকা আবাহনী অথবা সাইফ স্পোটিং ক্লাবের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।