ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জাতীয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন নিয়াজ মোরশেদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
জাতীয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন নিয়াজ মোরশেদ জাতীয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন নিয়াজ মোরশেদ

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ারটেক ৪৫তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

গ্র্যান্ড মাস্টার নিয়াজ ১০ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শিরোপা জেতেন। জাতীয় দাবায় এটি ষষ্ঠবারের মতো তার শিরোপা জয়।

সর্বশেষ তিনি ২০১২ সালে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।

সোমবার (১১ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন অব বাংলাদেশ ভবনের ১০ম তলাস্থ শ্রেডার মিলনায়তনে দশম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দশম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে পরাজিত করেন।

সাত পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সাইফ স্পোর্টং ক্লাবের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব রানার-আপ এবং বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তৃতীয় হন। প্রতিপক্ষের রেটিংয়ের ভিত্তিতে তাদের স্থান নির্ধারণ করা হয়।

এছাড়া, সাড়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার চতুর্থ ও ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান পঞ্চম স্থান লাভ করেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ষষ্ঠ, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সপ্তম, সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব অষ্টম এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া নবম স্থান লাভ করেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দশম হতে ত্রয়োদশ স্থান লাভ করেন যথাক্রমেঃ চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টর মনন রেজা নীড়, বাংলদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন এবং ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ।

শেষ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার রাকিব গ্র্যান্ড মাস্টার জিয়ার সাথে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ গ্র্যান্ড মাস্টার রাজীবের সাথে, গ্র্যান্ড মাস্টার রিফাত ফিদে মাস্টার তৈয়বের সাথে ড্র করেন।

১০ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এবারের জাতীয় দাবা অনুষ্ঠিত হয়। মোট ৩০ জন খেলোয়াড় এবার অংশ নেন। এই প্রথমবারের মতো ৫ জন গ্র্যান্ড মাস্টার একসাথে জাতীয় দাবায় অংশ নেন।

জাতীয় দাবার রোল অব অনার: ১৯৭৪-মিয়া আব্দুস সালেক, ১৯৭৫-ডাঃ মির্জা আকমল হোসেন, ১৯৭৬-ডাঃ মির্জা আকমল হোসেন, ১৯৭৭- অনুষ্ঠিত হয়নি, ১৯৭৮-ফিদে মাস্টার রেজাউল হক, ১৯৭৯-গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ১৯৮০-গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ১৯৮১-গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ১৯৮২-গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ১৯৮৩-ফিদে মাস্টার জামিলর রহমান, ১৯৮৪-ফিদে মাস্টার ইউনুস হাসান, ১৯৮৫-সাঈদ আহমেদ সোহেল, ১৯৮৬-আন্তর্জাতিক মাস্টার জিল্লুর রহমান চম্পক, ১৯৮৭-আন্তর্জাতিক মাস্টার জিল্লুর রহমান চম্পক, ১৯৮৮-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ১৯৮৯-ফিদে মাস্টার রেজাউল হক, ১৯৯০-ফিদে মাস্টার সৈয়দ তাহমিদুর রহমান, ১৯৯১-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ১৯৯২-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ১৯৯৩-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ১৯৯৪-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ১৯৯৫-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ১৯৯৬-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ১৯৯৭-গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ১৯৯৮-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ১৯৯৯-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০০০-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ২০০১-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০০২-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০০৩-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ২০০৪-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০০৫- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০০৬-গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ২০০৭-গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, ২০০৮-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০০৯-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০১০-আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ২০১১-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০১২-গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ২০১৩-গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, ২০১৪-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০১৫- আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ২০১৬-গ্র্যান্ড মাসটার এনামুল হোসেন রাজীব, ২০১৭-গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ২০১৮-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান এবং ২০১৯-গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।