ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এক রাউন্ড আগেই চ্যাম্পিয়ন লিওনাইন চেস ক্লাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এক রাউন্ড আগেই চ্যাম্পিয়ন লিওনাইন চেস ক্লাব ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মার্সেল এয়ার কন্ডিশনার প্রথম বিভাগ দাবা লিগ-২০১৯ এ লিওনাইন চেস ক্লাব চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। লিওনাইন চেস ক্লাব ৮ খেলায় পূর্ণ ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে এক রাউন্ড আগেই শিরোপা নিশ্চিত করে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অষ্টম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে ঢাকা নাইটস্ চেস ক্লাবকে পরাজিত করে।

লিওনাইন চেস ক্লাবের পক্ষে ভারতীয় শুভায়ন কুন্ডু ও আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায় যথাক্রমে ঢাকা নাইটস চেস ক্লাবের ভারতীয় সোরাম রাহুল সিংহ ও এ,এস,এম নাসিরকে পরাজিত করেন। ঢাকা নাইটস্ চেস ক্লাবের মোঃ হাসান ঈমাম লিওনাইনের শেখ মোঃ খায়রুল ইসলামকে পরাজিত করেন। লিওনাইন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার নাইম হক ঢাকা নাইটস চেস ক্লাবের ভারতীয় এপোলোসানা ম্যানগাঙ্গ রাজকুমারের সাথে ড্র করেন।

লিওনাইন চেস ক্লাবের পক্ষে এবার অংশ নেন ভারতের শুভায়ন কুন্ডু ও আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায়, বাংলাদেশের মোঃ শফিকুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক ও শেখ মোঃ খায়রুল ইসলাম।

১২ পয়েন্ট নিয়ে শাহিন চেস ক্লাব দ্বিতীয় স্থানে, ১১ পয়েন্ট নিয়ে ঢাকা নাইটস্ চেস ক্লাব তৃতীয় স্থানে এবং ১০ পয়েন্ট নিয়ে গোপালগেঞ্জর খেলাঘর দাবা সংঘ চতুর্থ স্থানে রয়েছে।

অষ্টম রাউন্ডের খেলায় শাহিন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিমকে, গোপালগঞ্জের খেলাঘর দাবা সংঘ ৩.৫-০.৫ গেম পয়েন্টে মীর চেস ক্লাবকে, বসির মেমোরিয়াল চেস ক্লঅব ৩-১ গেম পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে এবং অগ্রনী ব্যাংক লিমিটেড দাবা দল ৩-১ গেম পয়েন্টে দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদকে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।