ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইউসিসিসি ফিদে স্ট্যান্ডার্ড রেটিং দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
ইউসিসিসি ফিদে স্ট্যান্ডার্ড রেটিং দাবা চ্যাম্পিয়নশিপ শুরু ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ‘ইউসিসিসি ফিদে স্ট্যান্ডার্ড রেটিং চেস চ্যাম্পিয়নশিপ-২০১৯’ এর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে।

দ্বিতীয় রাউন্ডের শেষে ৯ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট পেয়ে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে আছেন।

এরা হলেন ফিদে মাস্টার আব্দুল মালেক, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ভারতীয় দাবাড়ু সংকলন ভারতী, জাবেদ আল আজাদ, যোয়ার হক প্রধান, শেখ রাশেদুল হাসান, মোঃ হাসান ইমাম, ফয়সাল হোসেন এবং মোঃ আবজিদ রহমান।

উত্তরাস্থ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেড হলরুমে শুরু হওয়া দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় একজন ভারতীয় দাবাড়ু সহ ৩৮ জন দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সহ-সভাপতি আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত দাবাড়ু বাবুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং জন্মদিনের কেক কাটা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।