ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কলকাতা টেস্টে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তে অবাক বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
কলকাতা টেস্টে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তে অবাক বিসিবি সভাপতি

কলকাতা থেকে: কলকাতা টেস্ট বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে তা¬ আগে থেকেই অনুমেয় ছিল। তবে বাংলাদেশ জ্যা তাতে এতোটা অসহায় হয়ে পড়বে তা কারো ভাবনায় ছিল না। 

শনিবার (২৩ নভেম্বর) ইডেন গার্ডেনসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও একই মত ব্যক্ত করেন। টসে জিতে বাংলাদেশের আগে ব্যাট করার সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন বলে জানান তিনি।


 
পাপন বলেন, টসে জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং নেওয়ায় সত্যিই আশ্চর্য হয়েছি, আমরা সবাই হয়েছি। আগের দিন যখন আমরা টিমের সঙ্গে বসি, তখন কোচ-অধিনায়ক দুজনই বলেছিলেন যে, টসে জিতলে ফিল্ডিং নেবেন। ফলে ব্যাটিং নেওয়ায় বেশি আশ্চর্য হয়েছি।  

বিসিবি সভাপতি আরও বলেন, আমরা শক্তিশালী দলের বিপক্ষে খেলছি। ভারত এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। তার ওপর ওদের দেশে এসে খেলা আরও কঠিন। অন্যদিকে টেস্টে আমরা সবচেয়ে দুর্বল। টি-টোয়েন্টিতেও দুর্বল, তবে টেস্টে আমরা বেশি দুর্বল।  

বাংলাদেম সময়: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আরএআর/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।